Home Second Lead নিউজ পোর্টাল : আগে নিবন্ধন, পরে প্রকাশ : তথ্যমন্ত্রী

নিউজ পোর্টাল : আগে নিবন্ধন, পরে প্রকাশ : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী

বিজনেসটুডে প্রতিনিধি

ঢাকা:অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের আগেই নিবন্ধন নিতে হবে আগামী বছর থেকে। অনলাইন সংবাদ মাধ্যমে শৃঙ্খলা আনতে এই পদক্ষেপ বলে জানালেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে মন্ত্রী একথা জানিয়ে বলেন, “পত্রিকা প্রকাশ করতে হলে প্রথমে ডিক্লারেশন নিতে হয়, এছাড়া কেউ পত্রিকা প্রকাশ করতে পারে না। অনলাইনের ক্ষেত্রে তো সেটা হওয়া সমীচীন। সুতরাং আমরা অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যাব। আমরা আলোচনা করেছি, আগামী বছর থেকে কোনো অনলাইনকে আত্মপ্রকাশ করার আগেই রেজিস্ট্রেশন নিতে হবে। তাহলে এখানে একটা শৃঙ্খলা আসবে।”

চালু অনলাইন সংবাদ মাধ্যমগুলোর বিষয়ে তিনি বলেন, “আপাতত চালুর পর নিবন্ধন দেওয়া চালু রেখেছি এজন্য যে অনেকগুলো অনলাইন চালু আছে। আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করেছি অনেক পরে।”

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সরকারের নিষেধাজ্ঞা না মেনে যেসব আইপি টিভি সংবাদ প্রচার করছে, সেগুলো বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, “যে আইপি টিভি খবর প্রচার করে, খুব সহসা সেগুলোর কার্যক্রম বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।”

আইপি টিভি পরিচালানায়ও নিবন্ধনসহ নিয়ম মানার উপর জোর দেন তিনি।