Home Second Lead ঈদের আগে খুলছে না নিউমার্কেটসহ প্রধান সব বিপণি কেন্দ্র

ঈদের আগে খুলছে না নিউমার্কেটসহ প্রধান সব বিপণি কেন্দ্র

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা কঠিন বিবেচনায় শেষ পর্যন্ত নিউমার্কেটসহ নগরীর প্রধান প্রধান সব বিপণি কেন্দ্র বন্ধ থাকছে। দোকান মালিকরা নিয়েছেন সে সিদ্ধান্ত।

ঈদকে সামনে রেখে সরকার ১০ মে থেকে বিভিন্ন মার্কেট, শপিং মল খোলা রাখার সুযোগ দিলেও করোনা পরিস্থিতির ভয়াবহতা আশঙ্কা করে ব্যবসায়ীরা মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছেন নিজেদের মধ্যে সভা করে ।

বৃহস্পতিবার রাতে খুলশি কনকর্ড টাউন সেন্টার বন্ধ রাখার ঘোষণার পর শুক্রবার  বেশ কয়েকটি অভিজাত শপিং মলের ব্যবসায়ীরাও সিদ্ধান্ত নেন বন্ধ রাখার।

৩১ মে পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে মিমি সুপার মার্কেট, কল্লোল সুপার, ফিনলে স্কয়ার,  শপিং কমপ্লেক্স, স্যানমার ওসেন সিটি, আফমি প্লাজা, আমিন সেন্টার, সেন্ট্রাল প্লাজা।

দোকান মালিক সমিতির সভা

নিউ মার্কেট ব্যবসায়ী নেতা শারুদ নিজাম জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে ঐতিহ্যবাহী নিউমার্কেটও বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মার্কেটের ব্যাবসায়ী সংগঠনের কমিটি কার্যকর না থাকায় সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক হাসান মাসুদ মার্কেটের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন। তত্ত্বাবধায়কের সঙ্গে আলোচনা করে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।