Home Second Lead নিউমার্কেট এলাকায় দোকান বন্ধ, পুলিশের সতর্ক অবস্থান

নিউমার্কেট এলাকায় দোকান বন্ধ, পুলিশের সতর্ক অবস্থান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: নিউমার্কেট এলাকায় দোকান-পাট বন্ধ রয়েছে। সায়েন্সল্যাব মোড়, নিউ মার্কেট এলাকার চন্দ্রিমা সুপার মার্কেটসহ বিভিন্ন মার্কেটগুলোর সামনে সামনে ও নীলক্ষেত মোড় এলাকায় পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পুলিশের একাধিক টহল টিম কিছুক্ষণ পর পর মার্কেট এলাকা প্রদক্ষিণ করছেন।

নিউ মার্কেট এলাকার সড়কে খুবই কম সংখ্যক যানবাহন চলাচল করতে দেখা গেছে। কিছু সংখ্যক যাত্রীবাহী বাস ও রিক্সা চলাচল করলেও তা সংখ্যায় একেবারে কম।

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে দু’দিনের সংঘর্ষের জেরে  বুধবার সকাল থেকে পুরো এলাকার দোকান-পাট বন্ধ রয়েছে। ব্যবসায়ী ও কর্মচারীরা বন্ধ মার্কেটের সামনে ভিড় করছেন। মার্কেটগুলো বন্ধ থাকলেও দোকানদার ও কর্মচারীরা মার্কেটের সামনে অবস্থান নিয়ে অপেক্ষা করছেন। দোকান খোলার অনিশ্চয়তা থাকলেও তারা নিজ নিজ মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন।

 

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত এলাকায় পূর্বনির্ধারিত কর্মসূচি থাকলেও বৃষ্টির কারণে বেলা পৌনে ১১টা পর্যন্ত কারও উপস্থিতি দেখা যায়নি।

নীলক্ষেত মোড় এলাকার ব্যবসায়ীরা বলেছেন , পরিস্থিতি থমথমে। সরকার আছে, প্রশাসন আছে, পুলিশ আছে তারা সিদ্ধান্ত দিলে আমরা দোকান খুলবো। আমরা তো দোকান খোলার জন্য এসেছি, ঝামেলা করার জন্য আসিনি।

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কেউ শিক্ষার্থীদের চাঁদাবাজি, কেউবা কমদামে পণ্য কেনা নিয়ে সংঘর্ষ বলে ধারণা করছেন। মূলত নিউমার্কেটের রাস্তায় দুটি ফাস্টফুড দোকানের টেবিল বসানো নিয়ে কর্মচারীদের সঙ্গে বিবাদে থেকে এ সংঘাতের শুরু হয়। এই বিবাদে এক পক্ষ আরেক পক্ষকে শায়েস্তা করতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ডেকে আনে। এরপর একপর্যায়ে ঢাকা কলেজ ও ব্যবসায়ীদের মধ্যে এ সংঘাত শুরু হয়।