বিজনেসটুডে২৪ ডেস্ক
করোনার আতঙ্ক যেতে না যেতে আবারও আতঙ্ক ছড়াল চিনে। নতুন একরকম নিউমোনিয়া নিয়ে উদ্বিগ্ন চিনের স্বাস্থ্য দফতর। শয়ে শয়ে শিশু আক্রান্ত হচ্ছে। হাসপাতালগুলিতে থিকথিকে ভিড়। জানা গেছে, রহস্যজনক এই নিউমোনিয়ায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা বেজিং এবং লিয়াওনিং প্রদেশে।
রিপোর্ট অনুযায়ী, উত্তর চিনে স্কুল পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে পড়েছে এই রহস্যজনক রোগ। এই রোগের উপসর্গ কতকটা ইনফ্লুয়েঞ্জার মতো। শিশুদের মারাত্মক শ্বাসকষ্ট হচ্ছে বলে জানা যাচ্ছে। এই ‘অজানা নিউমোনিয়া’ নিয়ে চিনের কাছ থেকে রিপোর্ট চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি এই রোগ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য পদক্ষেপ করতেও বলা হয়েছে চিনের সরকারকে।
রোগ নাকি ক্রমশই ছড়িয়ে পড়ছে চিনের অন্যান্য প্রদেশে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলগুলি। বেজিং এবং লিয়াওনিংগে হাসপাতালগুলিতে অজানা নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশুদের ভিড় উপচে পড়ছে বলে দাবি করেছে তাইওয়ানের সংবাদমাধ্যম।
কিছুটা নিউমোনিয়ার মতো, আবার খানিকটা ইলফ্লুয়েঞ্জার মতো লক্ষণ দেখা যাচ্ছে অনেকের। কী এই রোগ এবং এর ভাইরাস কী, তা এখনও জানা যায়নি। চিনের এক চিকিৎসক জানিয়েছেন যে যেভাবে হাসপাতালগুলিতে নিউমোনিয়ায় আক্রান্তদের ভিড় হচ্ছে, তাতে কোভিডের সময়কার ঘটনা মনে করিয়ে দিচ্ছে। তবে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এখনও কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। তবে পরিস্থিতি যে উদ্বেগজনক, তা স্বীকার করে নিয়েছেন চিনের ওই চিকিৎসক।
মার্কিন মহামারী বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং রহস্যময় নিউমোনিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর অনুমান, এটি মাইকোপ্লাজমা নিউমোনিয়ার সংক্রমণ। তবে তিনি নিশ্চিত করে বলতে পারেননি। শিশু ও কমবয়সিদের মধ্য়ে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। বেশ কয়েকটি স্কুলে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকেরাও অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। প্রবল জ্বর, শ্বাসকষ্ট, ফুসফুসের প্রদাহ এবং গায়ে হাত পায়ে ব্যাথা হচ্ছে। ফুসফুস সবচেয়ে আগে সংক্রমিত হচ্ছে। জ্বর হলে তা কমছে না, সেই সঙ্গে শ্বাসকষ্ট শুরু হচ্ছে। এই রোগের প্রতিকার কী সে নিয়ে ভাবনাচিন্তা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।