নিকেল আকরিক রফতানি সাময়িক বন্ধ ঘোষণার পর সেটি আবার রফতানি শুরু করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। আগামী বছর থেকে রফতানি বন্ধকে সামনে রেখে রফতানি ব্যাপক হারে বৃদ্ধির জেরে গত ২৮ অক্টোবর সাময়িক রফতানি বন্ধ করে ইন্দোনেশিয়া সরকার। সংশ্লিষ্ট রফতানিকারকদের সঙ্গে বৈঠকের পর এ সংক্রান্ত নিয়ম মেনে চলার প্রতিশ্রুতিতে সম্প্রতি সাময়িক রফতানি বন্ধ প্রত্যাহার করে দেশটির সরকার। খবর রয়টার্স ও ব্লুমবার্গ। নিকেলের শীর্ষ রফতানিকারক দেশ ইন্দোনেশিয়া। অভ্যন্তরীণ মজুদ বাড়াতে এবং রফতানির পরিবর্তে খাত সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠার লক্ষ্যে গত সেপ্টেম্বরে ২০২০ সাল থেকে নিকেল আকরিক রফতানি বন্ধ ঘোষণা করে দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো। যদিও এর আগে ২০২২ সাল থেকে রফতানি বন্ধ করতে চেয়েছিল দেশটি। কিন্তু আগাম রফতানি বন্ধের ঘোষণা আসার পর দেশটি থেকে নিকেল আকরিকের রফতানি ব্যাপক হারে বৃদ্ধি পায়। সরবরাহ বাড়িয়ে প্রতি মাসে ১০০ থেকে ১৩০টি কার্গো রফতানি করতে শুরু করেন ব্যবসায়ীরা। যদিও নিকেল আকরিক রফতানি আগে থেকে সীমিত করে আনতে চায় দেশটি। এমনকি রফতানির যে বিধিনিষেধ, সেটিও লঙ্ঘন করার অভিযোগ ওঠে রফতানিকারকদের বিরুদ্ধে। নিয়ম লঙ্ঘন করে আকরিকের সঙ্গে ১ দশমিক ৭ শতাংশ নিকেল ধাতু রফতানিরও অভিযোগ ওঠে। এ পরিপ্রেক্ষিতে রফতানি সাময়িক বন্ধ করে তদন্ত শুরু“করে দেশটি। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সেপ্টেম্বরে আগাম নিকেল আকরিক রফতানি বন্ধ ঘোষণার পর সরবরাহ সঙ্কটে সেপ্টেম্বরে ধাতুটির দাম ২০১৪ সালের পর সর্বোচ্চে পৌঁছায়। আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞার আগেই রফতানি বাড়াতে ব্যবসায়ীরা বেশ তাড়াহুড়ো শুরু করেন।