Home First Lead ৩১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন: নিক্সন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

৩১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন: নিক্সন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা; ফরিদপুর-৪ আসনের  সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় সাড়ে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

নিক্সন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দীনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম কাজ করে। অভিযোগের ভিত্তিতে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ অক্টোবর নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

নিক্সন চৌধুরী ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাক্ষণপাড়া মৌজার চর অঞ্চলে ৩৮ শতাংশ জমি ক্রয় করে সেখানে বাড়ি করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আত্মীয়তার সুবাদে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন।

অভিযোগ আরও রয়েছে, আড়িয়াল খাঁ এবং পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে তিনি হাজার হাজার কোটি টাকার অবৈধ বাণিজ্য করেন। আশপাশের জমির মালিকদের ভয় দেখিয়ে তাদের জমি নিজের স্ত্রী, সন্তান এবং ভাইয়ের নামে দলিল করে নেন। এভাবে প্রায় ১১শ বিঘা জমি নিজের দখলে নেন তিনি।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য। এছাড়া, তাদের বিরুদ্ধে প্রায় সাড়ে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণও পাওয়া গেছে।

দুদক এই ঘটনাকে বড় ধরনের আর্থিক অনিয়ম ও দুর্নীতির উদাহরণ হিসেবে চিহ্নিত করেছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।