Home ব্যাংক-বিমা নিট মুনাফা বেড়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং-এর

নিট মুনাফা বেড়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং-এর

পুজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড (ডিবিএইচ) চলতি ২০২১ হিসাব বছরের অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির কর পূর্ববর্তী মুনাফা হয়েছে ৮৪.৪৪ কোটি টাকা যা আগের বছরের চেয়ে ৫৫ শতাংশ বেশি।  একই সময়ে ডিবিএইচের কর পরবর্তী মুনাফা হয়েছে ৪৯.৬৯ কোটি টাকা, অর্থাৎ নিট মুনাফার প্রবৃদ্ধি হয়েছে ৮১ শতাংশ।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ৯৬.২৬ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ৩৪ শতাংশ বেশি। আলোচ্য ছয় মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮০ পয়সা যা আগের বছরের এই সময়ে ছিল ১ টাকা ৫৩ পয়সা। গৃহঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ টানা ১৬ বছর অর্জন করেছে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ট্রিপল এ (AAA)

-সংবাদ বিজ্ঞপ্তি