বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: নিম্নমানের ঔষধ সামগ্রী বিক্রির জেরে একটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে জেলা ও ঔষধ প্রশাসন। সোমবার (২১সেপ্টম্বর) দুপুরে নগরীর প্রবর্তক মোড়ে অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এবং ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান অভিযানের নেতৃত্ব দেন।
প্রবর্তক মোড় এলাকায় নিম্নমানের সরঞ্জাম বিক্রির অভিযোগে রওশন এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, করোনা সংকটকালীন সময়ে প্রয়োজনীয় মেডিকেল সামগ্রীর চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী নিম্নমানের মেডিকেল সরঞ্জাম বিক্রি করে গ্রাহকদের প্রতারিত করছে। এতে রোগীদের মধ্যে ভুল বার্তা পৌঁছে যাওয়ার পাশাপাশি আর্থিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদের দৌরত্ম্য কমাতে অভিযান অব্যাহত থাকবে।