বিজনেসটুডে২৪ ডেস্ক
মালয়েশিয়ান পাম অয়েলের দাম কিছুটা কমেছে। অন্যান্য প্রতিদ্বন্দ্বী ভোজ্যতেলের নিম্নমুখী বাজার পণ্যটির দাম কমাতে সহায়তা করেছে। পাশাপাশি পাম অয়েলের মজুদ বৃদ্ধিও দরপতনে ভূমিকা রেখেছে।
তবে দাম কমলেও সরবরাহ সংকোচনের সম্ভাবনা থাকায় লোকসানের আশঙ্কা নেই বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে আন্তর্জাতিক বাজার আদর্শ পাম অয়েলের অক্টোবরে সরবরাহ চুক্তিমূল্য ২০ রিঙ্গিত বা দশমিক ৪৭ শতাংশ কমেছে। সর্বশেষ কার্যদিবসের মাঝামাঝি সময়ে পণ্যটির দাম কমে টনপ্রতি ৪ হাজার ২৭১ বা ১ হাজার ১১ ডলারে নেমে আসে। এর আগের কার্যদিবসে দাম বেড়েছিল ৩ দশমিক ৬ শতাংশ।
সম্প্রতি রয়টার্স এক সমীক্ষায় জানায়, জুলাইয়ের শেষ নাগাদ মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ৪০ হাজার টন। এটি গত ১০ মাসের সর্বোচ্চ মজুদ।
এদিকে মজুদ বাড়লেও জুলাইয়ে পাম অয়েলের উৎপাদন হ্রাস পেয়েছে। পাশাপাশি রফতানিও কমেছে। সরকারি তথ্য অনুযায়ী, জুলাইয়ে মালয়েশিয়া ১৫ লাখ ৪০ হাজার টন পাম অয়েল উৎপাদন করে, যা গেল বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ কম। অন্যদিকে রফতানি ৪ দশমিক ২ শতাংশ কমে ১৩ লাখ ৬০ হাজার টনে নেমেছে।