Home সারাদেশ নিয়ামতপুরে ঘর পেলো ৭৫ পরিবার

নিয়ামতপুরে ঘর পেলো ৭৫ পরিবার

মো. ইমরান ইসলাম

নিয়ামতপুর(নওগাঁ):  মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-০২ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে নওগাঁর নিয়ামতপুরে ভূমি ও গৃহহীন ৭৫ টি পরিবারকে ঘর উপহার দেয়া হয়েছে।

এ কার্যক্রমের প্রতিপাদ্য বিষয় হলো- ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার। রবিবার(২০ জুন)সকালে জেলা অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন। এ সময় উপকারভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিলুফা সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম,থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম ও ইউপি চেয়ারম্যানসহ, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন,সহ-সভাপতি জাবেদ আলী  ,সাধারণ সম্পাদক জনি আহম্মেদ প্রমুখ।

সরকারের কাছ থেকে জমির দলিলসহ সেমিপাকা ঘর উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নিয়ামতপুর উপজেলার বাসিন্দরা।

প্রথম পর্যায়ে উপজেলায় ৭১’ পরিবারের প্রত্যেক পরিবারকে ২ শতাংশ জমির দলিলসহ একটি সেমিপাকা ঘর উপহার দেয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে উপজেলায় ৭৫ পরিবারকে দলিল ও সেমিপাকা ঘর প্রদান করা হয়।

হাজিনগর ইউনিয়নে ২০ জন, চন্দননগর ইউনিয়নে ৬ জন,সদর ইউনিয়নে ২৬ জন, রসুলপুর ইউনিয়নে ১০ জন, পাড়ইল ইউনিয়নে ৪ জন, শ্রীমন্তপুর ইউনিয়নে ৪ জন ও বাহাদুরপুর ইউনিয়নের ৫ জনকে জমির দলিল প্রদান করা হয়েছে।