বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতাল নিরুত্তাপ।
নগরীতে রবিবার (২৮ মার্চ) সকাল থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। বিকেলে গণপরিবহনের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ-র্যাবের পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি সদস্যরা। নাশকতামূলক কর্মকান্ড প্রতিহত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে।
সকালে নগরীর বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল করলেও সংখ্যায় ছিল কম। দূরপাল্লার যাত্রীদের বাস কাউন্টারে অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া হাটহাজারী এলাকায় কওমী মাদরাসার ছাত্ররা রেললাইনের কিপার তুলে ফেলায় নাজিরহাট-দোহাজারী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল বিজনেসটুডে২৪কে বলেন, হরতালে গাড়ি অবশ্যই চলবে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমাদের পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালে গাড়ি চলাচলে কোন ধরনের প্রভাব পড়িনি। গাড়ি স্বাভাবিক নিয়মেই চলছে।
হাটহাজারীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। হাটহাজারী মাদ্রাসা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকার বিভিন্ন স্থানে সড়কে ব্যারিকেড তুলে দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী বিক্ষোভ, সমাবেশ ও সংঘর্ষে হতাহতের ঘটনার জেরে রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম।