বিজনেসটুডে২৪ প্রতিনিধি
খাগড়াছড়ি: দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। আজ শনিবার (১৪মে) দুপুরে জেলা সদরের ভাঙ্গাব্রীজ-কলা বাগান এলাকার গনপুর্ত অফিসের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি’র খাগড়াছড়ি জেলা শাখা। সমাবেশ ঘিরে জেলার বিভিন্ন এলাকা থেকে দলটির হাজারো নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
সমাবেশে খাগড়াছড়ি জেলা শাখার বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে হাবীব উন নবী খান সোহেল বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, অনিয়ম, লুটপাট, খুন ও গুমের বিচার হবে জনতার আদালতে, প্রকাশ্যে খোলা আকাশের নিচে। তিনি আরো বলেন, এ সরকারের অধীনে নয়, ইভিএমেও নয়, এমনকি এ নির্বাচন কমিশনের অধীনেও নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে অধীনে। বাংলার মানুষ রাজপথে তার ফয়সালা করবে।
জেলা যুবদলের সভাপতি মাহাবুবুল আলম সবুজ এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, মহিলা দলের সভানেত্রী কুহেলি দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম প্রমুখ।
দলটির সূত্রে জানা যায়, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।