বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: নির্মাণ সামগ্রীর অসহনীয় দাম বাড়ায় আমদানি শুল্ক স্থগিত করার দাবি জানিয়েছে ঠিকাদার ঐক্য পরিষদ। রবিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ঠিকাদার ঐক্য পরিষদের পক্ষ থেকে গুলশানের একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিলে এ দাবি জানানো হয়।
বাংলাদেশ ঠিকাদার ঐক্য পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, গত এক বছরের বেশি সময় ধরে নির্মাণ প্রকল্পের মূল উপকরণের মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পেয়ে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। প্রতিটন রডের বর্তমান মূল্য ৯০ হাজার টাকা থেকে ৯৫ হাজার টাকা হয়েছে। ২০২১ সালের মার্চ মাসে ছিলো ৫৫-৬০ হাজার টাকা। শতকরা বৃদ্ধির হার ৬০ শতাংশের বেশি।
তিনি আরো বলেন, পানি সরবরাহ, পয়নিস্কাশন বৈদ্যুতিক সামগ্রী, ইলেকট্রিক ম্যাকানিক্যাল দ্রব্য সমূহের মূল্যও ৪০-৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়াও এ শিল্পের সঙ্গে জড়িত শ্রমিক সুপারভাইজার ও দক্ষ জনবলের মজুরিও শতকরা ৬০-৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জ্বালানি তেল বিশেষ করে ডিজেলের মূল্য ৬৫ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৮০ টাকা হওয়ার ফলে নির্মাণ সামগ্রী পরিবহন ও যন্ত্রপাতি চালন ব্যয় বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি চলমান রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে আমদানিকৃত সকল নির্মাণ মালামালের ও যন্ত্রপাতির মূল্যও ক্রমান্বয়ে আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় পাবলিক প্রকিউরমেন্ট (পিপিআর) অনুয়ায়ী মূল্য সমন্বয়ের কোন বিকল্প নেই।
বাংলাদেশ ঠিকাদার ঐক্য পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ম আব্দুর রাজ্জাক আয়োজিত মতবিনিময় সভায় বেশ কিছু দাবি পেশ করেন।
সভায় সংগঠনটির পক্ষ থেকে বলা হয়- দেশির নির্মাণ শিল্প সমূহে অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে বর্তমান বলিষ্ঠ গণতান্ত্রিক ব্যবস্থ্যপনায় পরিচালিত সরকারের নিকট বাস্তব পরিস্থিত বিবেচনা করে সময়োপযোগী বাস্তবমুখী কিছু দাবি পেশ করেন সংগঠনের নেতারা।