Home চট্টগ্রাম নিষিদ্ধ আতশবাজি, দেদারছে চলছে বেচা-বিক্রি!

নিষিদ্ধ আতশবাজি, দেদারছে চলছে বেচা-বিক্রি!

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: করোনা পরিস্থিতি বিবেচনায় ‘‌থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সব ধরনের অনুষ্ঠান ও আতশবাজি নিষিদ্ধ হলেও দেদারছে বেচাকেনা চলছে। বিভিন্ন এলাকা থেকে দোকানিরা পাইকারি কিনছেন পটকা, চকলেট বোমা, আতশবাজি, তারাবাতি, সোর্রা, রকেট বোমা,মরিচবাতি। কিশোরা কিনছে খুচরায়।

বুধবার (৩০ ডিসেম্বর) নগরীর বক্সিরহাটে এমন চিত্র দেখা মেলে। যদিও আজ দামপাড়া পুলিশ লাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর থার্টি-ফার্স্ট নাইট উপলক্ষে সব অনুষ্ঠান নিষিদ্ধসহ রাস্তা, ফ্লাইওভার, ভবনের ছাদ, প্রকাশ্য স্থানে কোনো ধরণের গণজমায়েত, উৎসব ও আতশবাজি না ফোটানোর কথা জানিয়েছেন।

এছাড়া কোনো ভবনের ছাদে আতশবাজি ফোটানো হলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা জানানো হলেও প্রকাশ্যে আতশবাজি বিক্রির ক্ষেত্রে কোনো বাধা ছিল না। দোকানিরাও ফুর্তিতে বিক্রি করছিলেন সকল প্রকার আতশবাজি। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল না।

নিষেধাজ্ঞার পরেও কেন আতসবাজি বিক্রি করছেন এমন প্রশ্নের জবাবে এ এম ট্রেডার্সের মালিক আবু মতিন জানান, উৎসব পালন বাঙ্গালি জাতির প্রাচীন ঐতিয্য। বিয়ে, গায়ে হলুদ, পহেলা বৈশাখ, ইংরেজি নববর্ষ এসব অনুষ্ঠানে আতশবাজি ফোটানো হবে এটাই স্বাভাবিক। আগের বছরগুলো থেকেও এই বছর ৪০ শতাংশ বেশি বিক্রি হচ্ছে। প্রতিদিন ২০ থেকে ৩০ হাজার টাকার পাইকারি ও খুচরা আতশবাজি বিক্রি হচ্ছে।

এ বিষয়ে সিএমপির জনসংযোগ কর্মকর্তা শাহ মোহাম্মদ আব্দুর রউফ বিজনেসটুডে২৪ কে জানান, নতুন বছর উদযাপনে বিধিনিষেধের ব্যাপারে সব রকম ব্যবস্থা আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। কেউ যদি বিস্ফোরক সামগ্রী বিক্রি, বহন ও ফোটানোর চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানাকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে।