বিজনেসটুডে২৪ ডেস্ক
তিনি বাস্তববাদী। তিনি কোনও কিছু গোপন করেন না। আবার সব হাটখোলা করে দেওয়াও তাঁর ধাতে নেই। সেই ব্রাজিল কোচ তিতে (Brazil Coach Tite) একদিকে মেনে নিয়েছেন, নেইমারের (Neymar) চোট ব্রাজিলের জন্য ধাক্কা। সঙ্গে এও বলেছেন, ওটা ধরে তো আর বসে থাকলে হবে না। তাঁর কাছে বিকল্প আছে। টিমটার নাম ব্রাজিল।
সার্বিয়ার বিরুদ্ধে ফুল ফুটিয়েছিল সাম্বা বাহিনী। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নেমারের জায়গায় কাকে খেলাবেন তিতে?
এ ব্যাপারে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ থেকে শুরু করে স্প্যানিশ ‘মার্কা’—প্রায় সকলেই বলছেন নেমারের অভাব পূরণের জন্য তিনটি রাস্তা খোলা আছে।
এক, লুকাস পাকুয়েতাকে একটু উপরের দিকে তুলে এনে সঙ্গে রদ্রিগোকে যোগ করা কিংবা লুকাসকে উইথড্রন নাম্বার টেন বা ফ্রি রোলের জায়গায় এনে ফ্রেডকে প্রথম একাদশে নিয়ে আসা।
এর বাইরে আরও একটি ফর্মেশন নিয়ে চর্চা চলছে। তার কারণ হল পাকুয়েতার চোট গুঞ্জন। রবিবার তিনি প্র্যাকটিসও করেননি। ফলে পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, পাকুয়েতা শুরু থেকে না খেললে গোড়া থেকেই ফ্রেড আর রদ্রিগোকে খেলাতে পারেন তিতে।
ব্রাজিলের একাংশ মিডিয়া আবার চতুর্থ সম্ভাবনার কথাও বলছে। তা হল, ভিনিসিয়াস জুনিয়রকে প্রথম থেকে নাও খেলাতে পারেন তিতে। কিন্তু রিয়াল তারকা ভিনিসিয়াস বাঁদিকে আগের ম্যাচে যা খেলেছেন তাতে তাঁকে বসানোর আগে তিতের মতো প্রাজ্ঞকেও বেশ কয়েকবার ভাবতে হবে।
শুধু নেমার নন। প্রথম ম্যাচের পর চোটগ্রস্থ হয়েছেন ব্রাজিলের দানিলোও। তাঁর জায়গাতেও তিতে কাকে আনেন সেদিকেও নজর থাকবে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে।