Home সারাদেশ নেত্রকোনায় কোভিড ১৯ টিকাদান প্রশিক্ষণ চলছে

নেত্রকোনায় কোভিড ১৯ টিকাদান প্রশিক্ষণ চলছে

করোনা ভাইরাসের ৭২ হাজার টিকা নেত্রকোনায় এসে পৌঁছেছে। জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ শেষে শুরু হবে টিকা দেওয়ার কাজ।

শনিবার (৩০ জানুয়ারি) কোভিড ১৯ টিকাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে জেলা পর্যায়ে টিকাদান প্রশিক্ষণের উদ্বোধন করা হয় ।

ইপিআই ভবনের হলরুমে প্রশিক্ষণে প্রথম ব্যাচে অংশ নেন ৫০ জন মেডিকেল অফিসারসহ স্বাস্থ্যকর্মী। চারদিন করে দুটি ব্যাচে প্রশিক্ষণে মোট ১০০ জন অংশ নেবেন।

তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন ঢাকা থেকে এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন ডা. তৌফিক হাসান ও এমওসিএস ডা. উত্তম পাল। 

প্রশিক্ষণের উদ্বোধনীতে সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আহসান কবীর রিয়াদ, ডাক্তার মোস্তাফিজুর রহমান, মোহনগঞ্জ উপজেলা টিএইচও ডাক্তার নুর মোহাম্মদসহ জেলার ১০ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।