বিজনেসটুডে২৪ ডেস্ক
চার ভারতীয় সহ ২২ জন আরোহী নিয়ে উড়ে যাওয়া নেপালের তারা এয়ার বিমানটির খোঁজ মিলল। নেপালেরমুস্তাং জেলার কোওয়াং গ্রামের কাছে লামচে নদীর ধারে সেটি পড়ে আছে।
নেপাল সেনা বাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল বলেন, তারা এয়ার লাইনের বিমানটির কাছে পৌঁছতে চেষ্টা চলছে। নেপাল আর্মির কপ্টার দুর্ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে সর্বশেষ পরিস্থিতি দেখছে। সড়ক পথে সেনা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
বিমানের আরোহীদের বেঁচে থাকার সম্ভাবনা কম বলেই মনে করছেন সবাই। তবে ক্ষীণ আশা নিয়ে পোখরা বিমান বন্দরে যাত্রীদের পরিচিতরা উদ্বেগে অপেক্ষায়। বিমানটির ভারতীয় যাত্রীরা মহারাষ্ট্র নিবাসী বলে জানা গিয়েছে।
কাঠমাণ্ডুর সংবাদমাধ্যম জানাচ্ছে, পোখরা থেকে জমসন যাওয়ার পথে এই বিমানটি নিখোঁজ হয়।যাত্রীদের নিয়ে পোখরা থেকে জমসমের দিকে উড়েছিল তারা এয়ার। স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নিখোঁজ হওয়ার বেশ কিছক্ষণ পরে তারা এয়ার বিমান চালক ক্যাপ্টেন প্রভাকর ঘিমিরের ফোনর সঙ্গে সংযোগ করা যায়। সেই সংকেত ধরে টেলিকম বিভাগের কর্মীরা নির্দিষ্ট অবস্থান বের করেন। কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দর ও পোখরা এয়ারপোর্ট অনবরত বিমানটির সর্বশেষ অবস্থা জানাচ্ছে।