Home আন্তর্জাতিক ৩০ হাজার ডলারে বিক্রি নেপোলিয়নের অমূল্য চিঠি

৩০ হাজার ডলারে বিক্রি নেপোলিয়নের অমূল্য চিঠি

নেপোলিয়নের চিঠি্। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: ফ্রান্সের প্যারিসের অদূরে এক নিলামে বিক্রি হলো নেপোলিয়ন বোনাপার্টের হাতে লেখা একটি চিঠি, যেখানে তিনি ১৮০৯ সালে পোপ পায়াস সপ্তমের অপহরণের ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছিলেন। রোববার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত নিলামে এই ঐতিহাসিক চিঠি ২৬ হাজার ৩৬০ ইউরো (প্রায় ৩০ হাজার ডলার) দামে বিক্রি হয় বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান ওসেনাত।

“নাপোল” স্বাক্ষরিত এই চিঠি বিক্রি হয় পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার একদিন পর। চিঠিটির নিলাম মূল্য পূর্বাভাসকৃত ১২ থেকে ১৫ হাজার ইউরোর চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি ছিল।

নিলামটি অনুষ্ঠিত হয় ফন্টেনব্লু শহরে, যা ঐতিহাসিকভাবেও গুরুত্বপূর্ণ, কারণ এখানেই এক সময় পোপ পায়াস সপ্তমকে বন্দি করে রাখা হয়েছিল। এর আগে তাঁকে ইতালির সাভোনা শহরে আটক রাখা হয়েছিল।

ওসেনাতের নেপোলিয়ন বিষয়ক বিশেষজ্ঞ জঁ-ক্রিস্তফ শাতেনিয়ে বলেন, “পোপের এই গ্রেফতার নেপোলিয়নের রাজত্বের রাজনৈতিক ও ধর্মীয় দিক উভয়কেই গভীরভাবে প্রভাবিত করেছিল। নেপোলিয়ন জানতেন এই চিঠি জনসমক্ষে প্রকাশ পাবে এবং তা আন্তর্জাতিক কর্তৃপক্ষের নজরে আসবে।”

১৮০৯ সালে ফরাসি বাহিনী রোমের কুইরিনাল প্রাসাদ থেকে পোপ পায়াস সপ্তমকে তাঁর ব্যক্তিগত কক্ষ থেকে অপহরণ করে। এরপর টানা পাঁচ বছর তিনি নেপোলিয়নের বন্দি হিসেবে কাটান। সেই সময় পোপ ভ্যাটিকানের স্বাধিকার রক্ষায় এবং ফরাসি ক্যাথলিক চার্চের ওপর নেপোলিয়নের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।

চিঠিতে নেপোলিয়ন তার মিত্র জঁ-জাক-রেজি দ্য ক্যাম্বাসেরেসকে উদ্দেশ্য করে লেখেন, “রোম থেকে পোপকে সরিয়ে আনা আমার আদেশ ছাড়া এবং আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে; একইভাবে তাঁকে ফ্রান্সে নিয়ে আসাও আমার আদেশ ছাড়া এবং ইচ্ছার বিরুদ্ধে ঘটেছে।”
তিনি আরও লেখেন, “ঘটনার ১০ বা ১২ দিন পর আমি এ বিষয়ে জানতে পারি। যখন জানতে পারব পোপ একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করছেন এবং আমার অভিপ্রায় কার্যকর করা সম্ভব, তখন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

উল্লেখ্য, নেপোলিয়নের স্মারক সামগ্রী এখনো নিলাম বাজারে ব্যাপক চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে। গত জুলাইয়ে তাঁর আত্মহত্যার জন্য নির্ধারিত দুটি পিস্তল ১৭ লাখ ইউরোতে বিক্রি হয় এবং গত নভেম্বরে তাঁর বিখ্যাত বাইকর্ন টুপি রেকর্ড ১৯ লাখ ইউরোতে বিক্রি হয়। আগামী মাসে নেপোলিয়নের একটি ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি বিশেষ তরবারি প্যারিসে নিলামে উঠবে, যার আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ লাখ থেকে ১০ লাখ ইউরোর মধ্যে।