বিজনেসটুডে২৪ প্রতিনিধি
যশোর: নেশাখোর ছেলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন এক বাবা। নেশার টাকার জন্য মায়ের ওপর হামলা এবং ঘরের মূল্যবান জিনিস লুটের অভিযোগ করে ছেলের বিরুদ্ধে আদালতে গিয়েছেন বাবা লুৎফর রহমান। বাড়ি যশোরের কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রামে।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায় অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কেশবপুর থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।
লুৎফর রহমানের অভিযোগ, তার ছেলে আব্দুল্লাহ (২০) অসৎ ছেলেদের সাথে চলাফেরার কারণে মাদকাসক্ত হয়ে পড়েছে। নেশার টাকার জন্য সে পরিবারের ওপর নানাভাবে অশান্তি সৃষ্টি করছে। বিভিন্ন প্রকার জিনিসপত্র চুরিসহ গরু ও ছাগল জোরপূর্বক নিয়ে বিক্রি এবং সেই টাকা দিয়ে সে নেশা করছে। ছেলেকে সুপথে ফিরিয়ে আনার জন্য বহুবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন লুৎফর রহমান।
মামলায় আরও অভিযোগ করা হয়, গত ১১ ডিসেম্বর বিকেল ৫টার দিকে আব্দুল্লাহ বাড়িতে এসে তার মা মাছুমা বেগমের কাছে ১০ হাজার টাকা দাবি করে। মা টাকা দিতে অস্বীকার করলে সে মাকে মারধর এবং ঘর থেকে এক ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ কারণে কোনো উপায় না পেয়ে মাকদাসক্ত সন্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আদালতের দ্বারস্থ হয়েছেন লুৎফর রহমান।