বিজনেসটুডে২৪ ডেস্ক
পদার্থবিদ্যার পর এবার রসায়নেও বজায় রইল একই ধারা। অণু তৈরির একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করে সাড়া ফেলে দিলেন তিন বিজ্ঞানী। পেলেন প্রাপ্য সম্মান। বুধবার এই যুগান্তকারী আবিষ্কারের জন্য যৌথভাবে নোবেল পেলেন বিশ্বের তিনি রসায়নবিদ ।
কারা কারা পেলেন এই পুরস্কার? আমেরিকার ক্যারোলিন আর বার্তোজ্জি, কে ব্যারি শার্পলেশ ও ডেনমার্কের মর্টেন মেলডাল। বুধবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সের তরফে রসায়নে নোবেল প্রাপকদের তালিকা ঘোষণা করা হয়।
কী এমন আবিষ্কার এই তিন বিজ্ঞানীকে এনে দিল সম্মান? রসায়নে ‘ক্লিক কেমিস্ট্রি’ ও বায়োঅর্থগোনাল কেমিস্ট্রি’ নিয়ে নজিরবিহীন গবেষণা ও উদ্ভাবনী কাজ করে যাচ্ছিলেন তাঁরা দীর্ঘদিন ধরে। সেই গবেষণার ফলে অণু তৈরি বা সংযুক্ত করার সহজ কৌশল আবিষ্কার করে ফেলেছেন তাঁরা। তিন বিজ্ঞানীর মধ্যে শার্পলেশ এমন একজন বিজ্ঞানী যিনি জীবনে দ্বিতীয়বার নোবেল পেলেন রসায়নে। ২০০১ সালে এই পুরস্কার পেয়েছিলেন ৮১ বছর বয়সি এই বিজ্ঞানী।
উল্লেখ্য, মঙ্গলবার পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তিন বিজ্ঞানীকে। কোয়ান্টাম ফিজিক্স নিয়ে তাঁদের দীর্ঘদিনের গবেষণাই এনে দিয়েছিল এই সম্মান। পুরস্কার পেয়েছিলেন ফ্রান্সের অ্যালেন অ্যাসপেক্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের জন এফ ক্লজার এবং অস্ট্রিয়ার অ্যান্টন জিলিঙ্গার।
কারা নোবেল পাবেন তা নির্ধারণ করার জন্য তৈরি হয় এক বিশেষ কমিটি। সেই কমিটির অনুমোদনেই দেওয়া হয় এই স্বীকৃতি। ২০২২ সালে তৃতীয়বার নোবেল প্রাপকদের নাম ঘোষণা করা হল। এবার রসায়নের।