বিজনেসটুডে২৪ ডেস্ক
বিশ্বের সর্বাধিক সম্মানজনক পুরস্কার হিসেবে আলফ্রেড নোবেলের নামাঙ্কিত নোবেল পুরস্কারকে বিবেচনা করা হয়। ১৯০১ সাল থেকে প্রথম নোবেল পুরস্কার প্রদান শুরু করে সুইডিশ একাডেমি। অনন্য সাধারণ গবেষণা, উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক কাজের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। শুরুতে মোট পাঁচটি বিষয়ে পুরস্কার প্রদান করা হত – পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য এবং শান্তি। ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ নোবেল প্রদান শুরু হয় যার নাম দেওয়া হয় ‘দ্য সেভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’ (The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel)। ২০২২ সালের নোবেল বিজয়ীদের তালিকা এখানে দেওয়া হল –
পদার্থবিদ্যায় নোবেল – ২০২২ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন আমেরিকার বাসিন্দা জন এফ ক্লোজার (John F. Clauser), ফ্রান্সের বাসিন্দা অ্যালেন অ্যাসপেক্ট (Alain Aspect)এবং অস্ট্রেলিয়ার বাসিন্দা অ্যান্টন জেইলিঙ্গার (Anton Zeilinger)। ‘এনট্যাঙ্গলড’ ফোটন কণা নিয়ে পরীক্ষা নিরীক্ষা, ‘বেল থিওরি’ খারিজ সংক্রান্ত গবেষণা ও ‘কোয়ান্টাম ইনফরমেশন সায়ান্স’ সংক্রান্ত ক্ষেত্রে যুগান্তকারী সাফল্যের জন্য এই তিন বিজ্ঞানীকে একত্রে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
রসায়নবিদ্যায় নোবেল – ২০২২ সালে রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন আমেরিকার বাসিন্দা ক্যারোলিন আর. বার্তোজি (Carolyn R. Bertozzi) ও কে. ব্যারি সার্পলেস (K. Barry Sharpless) এবং ডেনমার্কের বাসিন্দা মর্টেন মেল্ডল (Morten Meldal)। ক্লিক রসায়ন এবং বায়োঅর্থোগোনাল রসায়নে অবদান রাখার জন্য এই তিন বিজ্ঞানীকে একত্রে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
চিকিৎসাশাস্ত্রে নোবেল – ২০২২ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের বাসিন্দা স্বান্তে পাবো (Svante Pääbo)। বিলুপ্ত হোমিনের জিনোম এবং মানব প্রজাতির বিবর্তন সম্পর্কিত গবেষণার জন্য তিনি নোবেল পুরস্কার পান।
সাহিত্যে নোবেল – ২০২২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসী লেখিকা আনি এনৌ (Annie Ernaux)। সাহসী এবং নিখুঁতভাবে ব্যক্তিগত স্মৃতির শিকড়, বিচ্ছিন্নতা এবং সংযমের কথা সাহিত্যে তুলে ধরার জন্য তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
নোবেল শান্তি পুরস্কার – ২০২২ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন বেলারুশের সমাজকর্মী এলস বিয়ালিয়াতস্কি (Ales Bialiatski), রাশিয়ার মানবধিকার সংগঠন ‘মেমোরিয়াল‘ (Memorial) এবং ইউক্রেনের মানবধিকার সংগঠন ‘সেন্টার ফর সিভিল লিবার্টিস‘ (Center for Civil Liberties)। নোবেল কমিটির মতে “নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীরা নিজ নিজ দেশে সুশীল সমাজের প্রতিনিধিত্ব করে থাকেন। বহু বছর ধরেই নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য কাজ করে চলেছেন তাঁরা। যুদ্ধাপরাধ থেকে ক্ষমতার অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করে চলেন। শান্তি ও গণতন্ত্রের প্রতি নাগরিক সমাজকে পথ প্রদর্শন করে থাকেন”।
অর্থনীতিতে নোবেল – ২০২২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন আমেরিকার বেন এস. বারন্যাঙ্ক (Ben S. Bernanke), ডগ্লাস ডব্লিউ. ডায়মন্ড (Douglas W. Diamond) এবং ফিলিপ এইচ. ডিবভিগ (Philip H. Dybvig)। ব্যাঙ্ক এবং আর্থিক সংকটের উপর গবেষণার জন্য এঁদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।