বিজনেসটুডে২৪ প্রতিনিধি
নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলার ২০০৪ সালের ধর্ষণ মামলায় মু. ইব্রাহিম নামের এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
মামলার অপর আসামি আবদুল হাসিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।
একজন ডাক্তারসহ মোট ১১ সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণের পর দীর্ঘ শুনানী শেষে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ সামস্উদ্দীন খালেদ এ রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন পি.পি এড. মো মর্তুজা আলী পাটোয়ারী। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী এড. আব্দুর রহমান।
রায় পড়ার সময় আসামি মো. ইব্রাহিমকে হাজির করা হয়। সে উপজেলার শূন্যেরচর গ্রামের আবদুল হাই এর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালে হাতিয়ার শূন্যচর এলাকায় ওই গৃহবধূ ২১ মাস বয়সী শিশু নিয়ে বাড়িতে একাই থাকতেন। তার স্বামী কাজের সুবাদে চট্টগ্রামে থাকতেন। ওই সময় একই এলাকার আব্দুল হাই এর ছেলে ইব্রাহিম ওই গৃহবধূকে নানাভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। ওই বছরের ১১ এপ্রিল রাত ১২টার দিকে গৃহবধূর ঘরে ঢুকে ইব্রাহিম ও তার বন্ধু আব্দুল হাসিম তাকে ধর্ষণ করেন।
গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরদিন ১২ এপ্রিল সকালে গৃহবধূকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ওইদিন নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইব্রাহিমকে আসামি করে হাতিয়া থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও হাতিয়া থানার এসআই পনি ভূষণ মামলাটি তদন্ত শেষে ২০০৪ সালের ২৮ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন।