Home First Lead ১০০ আসনে নৌকার নতুন মাঝি

১০০ আসনে নৌকার নতুন মাঝি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালিকা রবিবার বিকেলে ঘোষণা করা হবে। ৩০০ আসনের মধ্যে অন্তত ১০০ আসনে আসতে পারে নতুন মুখ। মনোনয়ন বোর্ডের সদস্যরা এ তথ্য দিয়েছেন গণমাধ্যমকে।

বিকেল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  তিনি গতকাল শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘নতুন-পুরাতন মিলিয়েই আমরা মনোনয়ন দিচ্ছি। যেখানে পুরোনোরা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে, সেখানে আমাদের নতুন করে ভাবতে হবে। ইলেকট্যাবল ক্যান্ডিডেট যারা সেটাই হচ্ছে বিচারের মানদণ্ড। এ ছাড়া কতজনকে বাদ দেব, কতজন রাখব এ ধরনের সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি। আমাদের মাথায় রয়েছে কাকে দিলে আমাদের দল নির্বাচনে জনগণের কাছে অধিকতর যোগ্য হবে।’

দলীয় সুত্রে বলা হয়েছে, একই ব্যক্তিকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হতে দেখা নেতাকর্মীদের কাছে একঘেয়েমির বিষয়। স্থানীয় জনগণও সেটাকে ভাল দৃষ্টিতে দেখেন না। নির্বাচন উৎসবমুখর করা ও নেতাকর্মী  এবং ভোটারদের উজ্জীবিত করার লক্ষ্যে নতুন মুখকে গুরুত্ব দেওয়া হয়েছে মনোনয়নে। বাদ পড়েছেন প্রবীণদের কেউ কেউ। শারীরিকভাবে অসুস্থ ও বয়স ৭৫ অতিক্রান্ত হয়েছে এমন কয়েকজনের পরিবর্তে নতুন মুখ দেয়া হযেছে। নতুন যেসব প্রার্থীকে মনোনয়ন বোর্ড বেছে নিয়েছে তারা সবাই বর্তমান সংসদ সদস্যদের চেয়ে বেশি জনপ্রিয় বলে জরিপ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় দুটি বিভাগের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। শুক্র ও শনিবার দলের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ডের সভায় বাকি ছয় বিভাগের প্রার্থী চূড়ান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ সকাল ১০টায় গণভবনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন। সেখানে তিনি দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে এক হয়ে কাজ করাসহ নির্বাচনসংক্রান্ত বেশ কিছু বিষয়ে নানা দিকনির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩ হাজার ৩৬২টি। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে প্রতিটিতে গড়ে ১১ জন করে মনোনয়ন ফরম কিনেছেন।

নতুন যারা মনোনয়ন পেয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে তাদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম-১ আসনে মাহাবুবুর রহমান রূহেল, চট্টগ্রাম-৫ এম এ সালাম, ঢাকা-১৪ যুবলীগ সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল, ঢাকা-৪ সানজিদা খানম, চট্টগ্রাম-৪ এস এম আল মামুন, চাঁদপুর-২ মোফাজ্জল হোসেন চৌধুরী, ফরিদপুর-৩ জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, রংপুর-৫ রাশেক রহমান, ঢাকা-৫ সজল মোল্লা ঢাকা-৭ সোলায়মান সেলিম, কক্সবাজার-১ সালাহ উদ্দিন, চাঁদপুর-১ সেলিম মাহমুদ, সুনামগঞ্জ-১ রণজিৎ সরকার, সুনামগঞ্জ-২ চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ-৪ পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মৌলভীবাজার-২ শফিউল ইসলাম চৌধুরী নাদেল, চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার, ঢাকা-১১ ওয়াকিল উদ্দীন। এ ছাড়া সিলেট-৫ মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন, সিলেট-২ আসনে জেলা আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান চৌধুরী, বরিশালে পঙ্কজ দেবনাথের আসনে শাম্মী আহম্মেদ, শাহে আলমের আসনে তালুকদার মোহাম্মদ ইউনুস মনোনয়ন পেয়েছেন। সূত্রগুলো অবশ্য বলেছে যে ৩০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হলেও ঘোষণার আগ পর্যন্ত কারা বাদ যাচ্ছেন আর কারা নতুন করে যুক্ত হচ্ছেন, সেটি নিশ্চিত করে বলা যায় না। অতীতে চূড়ান্ত করা তালিকা ঘোষণার ঠিক আগমুহূর্তেও প্রার্থী পরিবর্তন হয়েছে।