Home First Lead নড়াইলে এক ভাইয়ের ফাঁসি ও অপর ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে এক ভাইয়ের ফাঁসি ও অপর ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

বিজেনসটুডে২৪ প্রতিনিধি

যশোর: নড়াইল জেলা ও দায়রা জজ আদালত রবিবার এক হত্যা মামলায় এক ভাইয়ের ফাঁসির আদেশ এবং অপর এক ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন। নড়াইলের রেজাউল মোল্যা হত্যা মামলায় এই দণ্ডাদেশ দেয়া হয়েছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- যশোর জেলার অভয়নগর থানার সোনা মোল্যার ছেলে বাছের আলী মোল্যা এবং যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- অপর ভাই কামাল মোল্যা। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের বাবুল মোল্যার বিধবা বোন রোকেয়া বেগমের বাড়িতে যশোর জেলার অভয়নগরের বাছের আলী মোল্যা প্রায় আসা-যাওয়া করতেন এবং উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় বাবুল মোল্যার ছেলে রেজাউল মোল্যা আসামিদের ওই বাড়িতে আসতে নিষেধ করলেও শোনেননি। উল্টো ক্ষিপ্ত হয়ে ২০১৯ সালের ২৬ জুন রাতে আসামিরা রেজাউল মোল্যাকে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

গুরুতর আহত অবস্থায় রেজাউলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৭ জুন তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা বাবুল মোল্যা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।