বিজনেসটুডে২৪ ডেস্ক
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার বিকেলে গণমাধ্যমে এ বিষয়ে কথা বলেন মাহাথির। ৯৫ বছর বয়সী মাহাথির বলেন, তিনি এখনো নতুন রাজনৈতিক দলের নিবন্ধন করেননি। তবে শিগগিরই দলটির নিবন্ধন সম্পন্ন করবেন বলে জানান।
নতুন রাজনৈতিক দলের নাম কি হবে, কারা হবেন দলের নীতিনির্ধারক বা সদস্য সেসব বিষয়েও কোনো মন্তব্য করেননি মাহাথির। তবে দলের প্রেসিডেন্ট হবেন মাহাথিরের ছেলে মুখরিজ মাহাথির। তা স্পষ্ট করে জানিয়েছেন মালয়েশিয়ার এ সাবেক প্রধানমন্ত্রী।
’নতুন রাজনৈতিক দল হবে সর্বজনীন এবং মধ্যপন্থী। আমরা বিশ্বাস করি মালয়েশিয়ানরা সমতাভিত্তিক অধিকার চান। আমরা কোনো রাজৈনতিক দলের সঙ্গে জোট করতে চাই না, পেরিকাতান ন্যাশনাল বা পাকাতান হারাপানের মতো।’ বলেন মাহাথির।
২০১৮ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে জোট সরকারের অধীনে রাষ্ট্র পরিচালনা করেন মাহাথির।
মাহাথির আরো বলেন, আগামী নির্বাচনে এককভাবে নতুন দল অংশ নেবে। পরে তিনি টুইটে একটি ছবি প্রকাশ করেন। যেখানে সবার পরনে নীল রঙের পোশাক ছিল। যাদের মধ্যে মুখরিজ, সাবেক শিক্ষামন্ত্রী মাজলে মালিক এবং সাবেক উপ-অর্থমন্ত্রী আমিরুদ্দিন হামজাহ ছিলেন।
১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মাহাথির। তার শাসনামলে উন্নয়নের ভিত্তি পায় মালয়েশিয়া। মাহাথিরকে তাই আধুনিক মালয়েশিয়ার রূপকারও বলা হয়।
দীর্ঘ বিরতির পর ২০১৮ সালে আবারো রাজনীতিতে ফেরেন তিনি। ৭ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ২০১৮ সালের মে থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত।