বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: রমজানে মটর ডালের বাজার স্থিতিশীল রাখতে মটর আমদানিতে আগের শুল্কায়ন ব্যবস্থা চালু করতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আহবান জানিয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম।
মঙ্গলবার ( ২ ফেব্রুয়ারি ) এক পত্রে এই আহ্বান জানান।
পত্রে বলা হয়, আমদানিতে চট্টগ্রাম কাস্টম হাউসের নির্ধারিত শুল্কায়নের এইচএস কোড ০৭.১৩.৯০.৯০ এর পরিবতের্ আগের শুল্কায়ন (এইসএস কোড ০৭.১৩.১০.৯০) ব্যবস্থা চালু করা না হলে আমদানিকারকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য হিসেবে ডাল অতি গুরুত্বপূর্ণ। বিগত ২০/২৫ বছর ধরে যে পদ্ধতিতে আমদানি পর্যায়ে শুল্কায়ন
হয়ে আসছে তার পরিবর্তে চট্টগ্রাম কাস্টম হাউসের নতুন শুল্কায়ন পদ্ধতিতে ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই পদ্ধতিতে শুল্ক হার ১০%। এছাড়া বিষয়টির সুরাহা না হলে শুল্কায়ন জটিলতায় চাটার্ড জাহাজের অতিরিক্ত অবস্থানের কারণে পোর্ট ডেমারেজ চার্জ ও ব্যাংক ঋণসহ অন্যান্য চার্জ বৃদ্ধি পেয়ে আমদানিকৃত ডালের দাম বেড়ে যাবে এবং স্বাভাবিক চাহিদা ও সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটবে।
তিনি আরো বলেন, ডাল জাতীয় পণ্যের উপর আমদানি পর্যায়ে কোন শুল্ক নেই। গত বাজেটে অতি প্রয়োজনীয় ভোগ্যপণ্য হিসেবে সকল প্রকার ডালকে শুল্কমুক্ত রাখার ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী। তা সত্ত্বেও মটর ডাল আমদানিতে চট্টগ্রাম কাস্টম হাউস শুল্কায়নের যে কোড নির্ধারণ করেছেন তাতে মানুষের নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ডালের বাজার স্থিতিশীল রাখা ও আমদানিকারকদের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে না। এর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে আগামী রমজানে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় এই ভোগ্যপণ্য মটর ডালের বাজার অস্থিতিশীল হয়ে পড়তে পারে বলেও জানান তিনি।