Home আন্তর্জাতিক পঞ্চম কোভিড ভ্যাকসিন অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন

পঞ্চম কোভিড ভ্যাকসিন অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

গত সোমবার পঞ্চম কোভিড ভ্যাকসিন অনুমোদন করল ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপ মহাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে ওমিক্রন আতঙ্ক। হু থেকে আবেদন জানানো হয়েছে, আগামী বছরের মধ্যেই যাতে অতিমহামারী শেষ হয়, তার জন্য যেন সব দেশ উদ্যোগ নেয়। এরপরে কোভিড নিয়ে আরও কড়াকড়ি করেছে ইউরোপের নানা দেশ।

টিকাকরণ ও বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ইউরোপ বিশ্বের অন্যান্য অংশের চেয়ে অনেক এগিয়ে আছে। কিন্তু তা সত্ত্বেও ওই মহাদেশের বিভিন্ন দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়েছে উদ্বেগজনক হারে। আপাতত জানা গিয়েছে, ওমিক্রনের উপসর্গ মৃদু। কিন্তু তা ডেল্টা ভ্যারিয়ান্টের চেয়ে বেশি ছোঁয়াচে। তাছাড়া ওই ভ্যারিয়ান্ট ভ্যাকসিনকেও অনেকাংশে নিষ্ক্রিয় করে দিতে পারে।

গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার ওমিক্রন ভ্যারিয়ান্টের হদিশ মেলে। তারপর থেকে প্রায় ৮৯ টি দেশে ছড়িয়ে পড়েছে ওই ভ্যারিয়ান্ট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বলেছেন, তিনি ফের লকডাউনের কথা ভাবছেন না। হু-এর ডিরেক্টর জেনারেল তেদ্রোস আদহানম ঘেব্রেইসাস আবেদন জানিয়েছেন, আগামী বছরে নববর্ষ উদযাপন যেন স্থগিত রাখা হয়। সোমবারই ব্রিটিশ সরকার ঘোষণা করেছে, লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। সেখানে সাড়ে ছয় হাজার মানুষের সমবেত হওয়ার কথা ছিল।

প্যারিসেও নববর্ষের উৎসব বাতিল করা হয়েছে। জার্মানিতে বন্ধ করে দেওয়া হচ্ছে নাইটক্লাব। প্রাইভেট পার্টির ওপরেও কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মরক্কোয় সরাসরি নতুন বছরের পার্টি নিষিদ্ধ করা হয়েছে। এরই মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তিনি ক্রিসমাসের আগে নতুন বিধিনিষেধ আরোপ করবেন না। তবে পরিস্থিতির ওপরে নজর রাখবেন। রানি দ্বিতীয় এলিজাবেথ স্যান্ড্রিংহাম এস্টেটে ক্রিসমাস কাটানোর পরিকল্পনা বাতিল করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, রানি আপাতত তাঁর উইন্ডসর ক্যাসেলেই থাকবেন।

নেদারল্যান্ডসে ক্রিসমাসের আগে লকডাউন ঘোষণা করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডের লিয়েন সতর্ক করে বলেছেন, জানুয়ারির মাঝামাঝি ইউরোপের বেশিরভাগ দেশে কোভিডের প্রধান ভ্যারিয়ান্ট হয়ে উঠবে ওমিক্রন।