Home চট্টগ্রাম পঞ্চম দফায় ভাসানচর যাচ্ছে তিন সহস্রাধিক রোহিঙ্গা

পঞ্চম দফায় ভাসানচর যাচ্ছে তিন সহস্রাধিক রোহিঙ্গা

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

উখিয়া: কক্সবাজার ও বান্দরবানের আশ্রয়শিবির থেকে নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে আরো তিন সহস্রাধিক রোহিঙ্গা। পঞ্চম দফায় মঙ্গলবার ও বুধবার তারা ভাসানচরে যাবে।

ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের উখিয়া কলেজ মাঠে এবং বান্দরবানের ঘুনধুমে অস্থায়ী তাঁবুতে ট্রানজিট ক্যাম্প তৈরি করা হয়েছে।

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ জানান, স্বেচ্ছায় যেতে ইচ্ছুক রোহিঙ্গারা নিজ নিজ ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে নাম জমা দিচ্ছে।

বুধবার (৩ মার্চ) সকালে চট্রগ্রাম নৌবাহিনীর জাহাজে করে পঞ্চম দফায় রোহিঙ্গাদের একটি দল ভাসাচনরে পৌঁছাবে উল্লেখ করে নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) খোরশেদ আলম খান জানান, ‘এবারে আরও তিন হাজারের মতো রোহিঙ্গা সদস্য ভাসানচরে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। তবে এই সংখ্যাটি হেরফের হতে পারে।’

এর আগে গেল বছরের ৪ ডিসেম্বর, ২৯ ডিসেম্বর, ২৮ ও ২৯ জানুয়ারি এবং ১৪ ও ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার থেকে চার দফায় ৯ হাজার ৫৪০ জন রোহিঙ্গা ভাসানচরে গেছেন।