বিজনেসটুডে২৪ ডেস্ক
আফগানিস্তান দখলে কোনও রকম নীচতাই বাদ দিচ্ছে না তালিবান। এবার পঞ্জশিরে সক্রিয় তালিবান বিরোধী শক্তিকে দুর্বল করতে তাঁদের বাহিনীর সদস্য ২০ জনের সন্তানদের অপহরণ করা হয়েছে। শর্ত রাখা হয়েছে একমাত্র তাঁদের বাবারা আত্মসমর্পন করলেই সন্তানদের মুক্ত করা হবে।
গোটা আফগানিস্তান তালিবানের কব্জায় চলে এলেও তাঁদের একমাত্র গলার কাঁটা পঞ্জশির। সেখানে আহমেদ শাহ মাসুদের বাহিনী তালিবানের কর্তৃত্ব মানতে অস্বীকার করেছে। তার সঙ্গে হাত মিলিয়েছেন প্রাক্তন আফগান ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ সালেহ। তাই এবার পঞ্জশিরকে কব্জা করতেই শিশুদের অপহরণের মতো কাজ করল তালিবান। যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা কোনও রকম বিরোধীতাকেই মাথা তুলতে দেবে না তালিবান। ফলে যেকোনও রকম খারাপ কাজেই লিপ্ত হতে পারে তাঁরা।