রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী থেকে: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পটুয়াখালীতে রবিবার চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবদুস সালামের সভাপতিত্বে জেলা প্রশাসনের সহয়তায় ও জেলা শিশু একাডেমির আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা) ইসরাত জাহান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও প্রেসক্লাব সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ধীমান মল্লিক প্রমুখ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিনটি বিভাগে চিত্রাঙ্কন ও বাংলা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শতাধিক এবং আবৃত্তি প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিশু অংশ গ্রহন করে।
২১ ফেব্রুয়ারি শহীদ আলাউদ্দীন শিশুপার্কে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।