Home First Lead পণ্যের মজুত যথেষ্ট, আতঙ্কিত হওয়ার কিছু নেই: বাণিজ্য মন্ত্রী

পণ্যের মজুত যথেষ্ট, আতঙ্কিত হওয়ার কিছু নেই: বাণিজ্য মন্ত্রী

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি

 

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেছেন যে পণ্যের মজুত যথেষ্ট, আতংকিত হওয়ার কিছু নেই।

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব ধরনের পণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। উল্লেখ করেন, করোনা ভাইরাসের আতঙ্ক খুচরা বাজারের নিত্যপণ্যের ওপর প্রভাব ফেলেছে । দুই দিনে স্কুল-কলেজ বন্ধ করে দেয়ার পরপরই এই প্রভাব পড়েছে। মানুষ বেশি করে পণ্য কিনে প্যানিক সৃষ্টি করছে।  বাজারে অহেতুক অস্থিরতা তৈরি না করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, করোনা ভাইরাসের কারণে নিত্যপণ্য আমদানিতে কোনো ধরনের প্রভাব পড়েনি। অন্যান্য বছরের তুলনায় এবার ২৫ থেকে ৩০ শতাংশ পণ্য বেশি রয়েছে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ায় জনগণ আতঙ্কিত হয়ে পড়েছে। প্রয়োজনের তুলনায় বেশি পণ্য ক্রয় করছে। দুই দিনে খুচরা বাজারের দামে কিছুটা প্রভাব পড়েছে। তবে কোনো পণ্যের দাম বাড়েনিপাইকারি বাজারে ।