বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: ডিজেল-কেরোসিনের দাম কমানো এবং চাঁদাবাজি বন্ধসহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত পণ্য পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।
রবিবার বিকেলে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ট্রাক, মিনি ট্রাক, কাভার্ড ভ্যান, ট্রাক প্রাইম মুভার এবং পিকআপ চলাচল করবে না।
এর আগে দুপুরে পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরে যেহেতু বাস ভাড়া পুনর্নির্ধারণের জন্য বৈঠক হচ্ছে, তাই তারা অংশ নেননি।
বাংলাদেশ কাভার্ড ভ্যান, ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক সমিতির প্রেসিডেন্ট মকবুল আহমেদ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত জ্বালানি তেলের দাম সংক্রান্ত সমস্যার সমাধান না হচ্ছে, আমরা ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করবো না।’