বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: নারী উদ্যোক্তাদের পণ্য সারাবছর প্রদর্শনের জন্য রাজধানীর পূর্বাচলে আলাদা জায়গা বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মঙ্গলবার (৩০ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় সহজ শর্তে ব্যাংকঋণের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান নারী উদ্যোক্তারা।
এ সময় নারী উদ্যোক্তারা কর সুবিধা দেয়ার দাবি জানালে তা বিবেচনার আশ্বাস দেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। এ সময় নারী উদ্যোক্তাদের পণ্য বৈচিত্র্যকরণে জোর দেয়ার পরামর্শ দেন তিনি।
সরকার সবসময় উদ্যোক্তাদের পক্ষে আছে জানিয়ে মন্ত্রী বলেন, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট নেই, ব্যাংকের মাধ্যমে টাকা দিতে হলে তাদের কোনো না কোনোভাবে তাদের সংশ্লিষ্ট থাকতে হবে। এত দিন যে ধারণা ছিল লোনের বিপরীতে মর্টগেজ (জামানত) রাখা, অনেকেই তো সেটির সামর্থ্য নেই। এ জন্য সরকারকে কাজ করতে হচ্ছে, বাংলাদেশ ব্যাংককে কাজ করতে হচ্ছে আমরাও চিঠি দিয়েছি।