বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বন্দরের সংরক্ষিত এলাকায় থাকা কন্টেইনারের ভিতর থেকে পণ্য লোপাট করে দেয়ার ঘটনা তদন্তে কাস্টম হাউসও একটি কমিটি গঠন করেছে।
অতিরিক্ত কমিশনার শামসুজ্জামানকে প্রধান করে সোমবার এই কমিটি গঠন করা হয়। রবিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে।নিরাপত্তা বিভাগের উপ-পরিচালক রেজাউল হক ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক।
গত ৩ ফেব্রুয়ারি এমসিসি ড্যানাং জাহাজে আসা ৪০ ফুট কন্টইনারের (এমএসকেইউ-০১০৮৫৭৮) ভিতরে যে পণ্য থাকার কথা তা মিলেনি কাস্টম হাউসের কায়িক পরীক্ষায়।আইজিএম অনুযায়ী ২৬ হাজার ৩০০ কেজি ফেব্রিক্স ছিল। রবিবার কায়িক পরীক্ষায় গিয়ে কাস্টম হাউসের এআইআর কর্মকর্তারা দেখেন যে তাতে আসল সীল নেই। এর পরিবর্তে অন্য সীল।ভিতরে নেই কিছুই। একেবারে খালি। অনুমান করা হচ্ছে যে শতভাগ রপ্তানিমুখী শিল্পের শুল্কমুক্ত কাঁচামাল ঘোষণায় অন্য কোন শুল্কযোগ্য জিনিস আমদানি হয়েছিল। বিষয়টি নিয়ে কাস্টম হাউসে নড়াচড়া হওয়ায় সরিয়ে নেয়া হয়েছে।