Home চট্টগ্রাম পতেঙ্গায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

পতেঙ্গায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান মঙ্গলবার (৪ জানুয়ারি ২০২২ইং) বিকেলে স্থানীয় মহাজন ঘাটা চত্বরে পতেঙ্গা থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি পলাশ চন্দ্র আইচের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য সমীর মহাজন লিটন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড ছাত্রলীগ নেতা আরমান হোসেন, রানা হামিদ, ফারহানা রোসমী, দুর্জয় দেব, মো. আসাদ, হাসিবুল হাসান নিশান, মো. প্রিন্স, মো. রাব্বি, মো. সানিম, আরাফাত আবিদ, আনিসুর রহমান, মো. আলম, মো. জুয়েল প্রমূখ।

আলোচনা সভায় প্রধান অতিথি সমীর মহাজন লিটন বলেন ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। ১৯৭০ সালের নির্বাচন সর্বোপরি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছাত্রলীগ সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। তাই ছাত্রলীগের নেতা-কর্মীদের অতীত ইতিহাস হৃদয়ে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। দলের নীতি আদর্শ মেনে চলতে হবে। সরকারের উন্নয়ন কর্মকান্ডকে দেশবাসীর কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ছাত্রলীগকেই, তবেই জাতির পিতার আদর্শ বাস্তবায়িত হবে। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ কেক কেটে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

-সংবাদ বিজ্ঞপ্তি