Home অন্যান্য পতেঙ্গা উপকূলে গোলাম রহমান

পতেঙ্গা উপকূলে গোলাম রহমান

গত ২১ জুন বঙ্গোপসাগরের পতেঙ্গা উপকূলে প্রায় ৮৫০ টন মটর ডালসহ একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে।  আকস্মিকভাবে ‘এমভি নিউ গোলাম রহমান’ নামের এই জাহাজটির একপাশে তলা ফেটে যায়। এরপর দ্রুত জাহাজটিকে পতেঙ্গা সীবিচের কাছে  সরিয়ে নেয়া হয়।