Home নির্বাচন পত্নীতলার ৪ ইউপির ৫ কেন্দ্রে পুনঃভোট

পত্নীতলার ৪ ইউপির ৫ কেন্দ্রে পুনঃভোট

শাকিল হোসেন পত্নীতলা (নওগাঁ) থেকে: পত্নীতলা উপজেলার চার ইউপির পাঁচ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ করা হবে আগামী ৭ ফেব্রুয়ারি। কেন্দ্রগুলো হলো- পত্নীতলা ইউপিতে একটি, ঘোষনগরে দুটি, কৃষ্ণপুরে একটি ও আকবরপুর ইউপিতে একটি।
গত ০৫ জানুয়ারি পত্নীতলা উপজেলার মোট ১১টি উপজেলায় পঞ্চম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশৃঙ্খলা ও নির্বাচনী সহিংসতার কারণে চার ইউপির মোট পাঁচটি ভোটকেন্দ্রের ফলাফল তখন স্থগিত রাখে উপজেলা নির্বাচন অফিসার।
সোমবার নির্বাচন কমিশন থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪র্থ ও ৫ম ধাপে অনুষ্ঠিত ইউপি সাধারণ নির্বাচনে বন্ধ ঘোষিত ভোটকেন্দ্রে আগামী ০৭ ফেব্রুয়ারি পুনঃভোট অনুষ্ঠিত হবে। ইতমধ‍্যেই সংশ্লিষ্ট এলাকার নির্বাচন অফিসকে এ ব‍্যাপারে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।
পত্নীতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, আমরা  নির্দেশনা পেয়েছি এবং সে মোতাবেক আমাদের প্রস্তুতি ইতমধ‍্যে শুরু হয়ে গেছে।  আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন। আশা করি শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।
পত্নীতলায় একটি ভোটকেন্দ্রে ভোটার সংখ‍্যা এক হাজার ৮১৯ জন, আকবরপুর ইউপির একটি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা দুই হাজার ২৩৭ জন, ঘোষনগরে দুটি কেন্দ্রে মোট ভোটার চার হাজার ৪৬৫ জন এবং কৃষ্ণপুর ইউপির একটি ভোট কেন্দ্রে মোট এক হাজার ৬৩৪ জন ভোটার পুনঃভোটে অংশ নেবেন।