Home Second Lead পদত্যাগপত্র পাঠালেন প্রতিমন্ত্রী মুরাদ

পদত্যাগপত্র পাঠালেন প্রতিমন্ত্রী মুরাদ

ডা. মুরাদ হাসান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: মঙ্গলবার দুপুরে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

সচিবালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় মঙ্গলবারের মধ্যে মুরাদকে পদত্যাগ করতে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।

এদিকে, ইউটিউব-ফেইসবুসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অশালীন মন্তব্যের অডিও-ভিডিও অপসারণ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন মঙ্গলবার ইন্টারনেটে ছড়িয়ে থাকা মুরাদ হাসানের অডিও-ভিডিওর বিষয়টি আদালতের নজরে এনে মৌখিক নির্দেশনা চান। এরপর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে এ সময় আদালতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

অ্যাডভোকেট সুমন জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বিটিআরসি কী ব্যবস্থা নিয়েছে, তা বুধবার সকালের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে জানাতে বলা হয়েছে।