Home First Lead দুপুরের মধ্যে বসছে পদ্মা সেতুর ৩৯তম স্প্যান

দুপুরের মধ্যে বসছে পদ্মা সেতুর ৩৯তম স্প্যান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা:শুক্রবার (২৭) বসছে পদ্মা সেতুর ৩৯তম স্প্যান। দুপুরের মধ্যে স্প্যানটি বসবে বলে আশা করা যাচ্ছে।

‘টু-ডি’ নামে স্প্যানটি ১০ ও ১১ নম্বর পিলারের ওপরে বসানো হবে। এর মাধ্যমে সেতুর ৫ হাজার ৮৫০ মিটার দৃশ্যমান হবে বলে জানালেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুর কাদের।

আরও জানান, ৩৮তম স্প্যান বসানোর ছয়দিনের মাথায় ৩৯তম স্প্যানটি বসতে যাচ্ছে। এই স্প্যানটি বসানো হলে বাকি থাকবে আর দুইটি স্প্যান। ডিসেম্বরে ১১ ও ১২ নম্বর পিলারে ৪০তম স্প্যান ‘২-ই’ ও ১২ ও ১৩ নম্বর পিলারে ৪১তম স্প্যান ‘২-এফ’ বসানোর পরিকল্পনা রয়েছে।

অন্যান্য কাজও এগিয়ে চলছে।  সেতুতে এক হাজার ৮৪৮টি রেলওয়ে ও এক হাজার ২৩৮টি রোডওয়ে স্ল্যাব বসানো হয়েছে।