Home আন্তর্জাতিক পবিত্র মক্কা ও মদীনায় ভারী বর্ষণ

পবিত্র মক্কা ও মদীনায় ভারী বর্ষণ

সংগৃহীত ছবি

 

ভারী বৃষ্টির জেরে আবারও বানভাসি পরিস্থিতিসৌদি আরবে। রাস্তাঘাট সব জলের নীচে চলে গেল। জলমগ্ন হয়ে গেল পবিত্র মক্কা এবং মদিনাতেও। সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য দেখে চমকে উঠেছেন সকলেই।

ঘন ঘন বজ্রপাত, ভারী বৃষ্টিতে সৌদি আরবের রাজধানী জেড্ডার অবস্থা এই মুহূর্তে বিপজ্জনক। জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। রাস্তাঘাটে, যেখানে সেখানে আটকে রয়েছে গাড়ি। রাস্তার মাঝে পেল্লাই আকারের বাসও আটকে থাকতে দেখা গিয়েছে। মক্কা এবং সংলগ্ন এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে। মানবশৃঙ্খল গড়ে সেখানে আটকে পড়া মানুষজনকে জল থেকে উদ্ধার করতেও দেখা গিয়েছে।