পবিপ্রবি থেকে আবু হাসনাত তুহিন: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আজ(বৃহস্পতিবার) সকাল ৮ঃ৩০টায় ল’ প্রিমিয়ার লীগের (ক্রিকেট) তৃতীয় আসর শুরু হয়েছে।
উদ্বোধন করেন প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, খেলায় হার জিত রয়েছে। যেকোন এক টিম জয়লাভ করবে। তাই আমার আহ্বান আম্পায়ারের সিদ্ধান্তকে মেনে নিয়ে এবং শেষ পর্যন্ত লীগটি সফলভাবে শেষ করা।
এসময় আরো উপস্থিত ছিলেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের বিভাগীয় চেয়ারম্যান এম. এ রহিম। অনুষদের উপস্থিত অন্যান্য শিক্ষকরা হলেন- সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম মাসুম ও সহকারী অধ্যাপক মোঃ রহমত সরকার।
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানের শেষে টিম ন্যাচারাল জাস্টিস বনাম রেকর্ডস অফ রাইটস এর মধ্যকার খেলা সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। এর পূর্বে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ও উক্ত অনুষদের শিক্ষকরা মাঠে ব্যাট-বল করে লীগটির উদ্বোধন করেন।
ল’ প্রিমিয়ার লীগের এবারের আসরের আয়োজক আইন ও ভূমি প্রশাসন অনুষদের তৃতীয় ব্যাচের(অরিত্রিক-০৩) শিক্ষার্থীরা।