Home শিক্ষা পবিপ্রবি: আইন ও ভূমি প্রশাসন অনুষদে ক্লাস ১৩ মার্চ শুরু

পবিপ্রবি: আইন ও ভূমি প্রশাসন অনুষদে ক্লাস ১৩ মার্চ শুরু

পবিপ্রবি থেকে আবু হাসনাত তুহিন: পটুয়াখালী  বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে।
ওরিয়েন্টেশন প্রোগ্রামটি আইন ও ভূমি প্রশাসন অনুষদের নিজ কক্ষে অনুষ্ঠিত হবে। সেইসাথে উক্ত তারিখ (১৩ মার্চ) হতে ক্লাস কার্যক্রমও শুরু হবে।
এ প্রসঙ্গে আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান  বলেন, “আইন ও ভূমি প্রশাসন অনুষদে  ভর্তিকৃত  সকল  ছাত্র-ছাত্রীদের জন্য প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন এবং উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে ভর্তিকৃত সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানাচ্ছি।” এছাড়াও উক্ত অনুষদের ডিন ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, আইন ও ভূমি প্রশাসন অনুষদ ছাড়াও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও ক্লাস কার্যক্রম উল্লেখিত তারিখে নিজ অনুষদীয় কক্ষে অনুষ্ঠিত হবে।