Home দিল্লি কোনটা ভালোবাসা আর কোনটা পরকীয়া?

কোনটা ভালোবাসা আর কোনটা পরকীয়া?

ছবি প্রতীকী

বিজনেসটুডে২৪ ডেস্ক: কোনটা ভালোবাসার সম্পর্ক আর কোনটা পরকীয়া তা খোলাসা করলেন ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্ট। আাজ শুক্রবার এক মামলার রায়ে বলা হয়: কোনও বিবাহিতা মহিলা তাঁর স্বামী ছাড়া অন্য কারোর সঙ্গে শুধুই ভালোবাসা বা প্রেমের সম্পর্কে থাকলে তা পরকীয়া হিসেবে গণ্য হবে না। শারীরিক সম্পর্ক ছাড়া শুধু যদি কোনও মহিলা ভালোবাসার সম্পর্কে থাকেন তাহলে তা পরকীয়া নয়।

এক ব্যক্তি স্ত্রীকে খোরপোশ দিতে অস্বীকার করে মামলা করেছিলেন মধ্যপ্রদেশ হাইকোর্টে। তিনি আদালতে জানিয়েছিলেন, তাঁর স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে আছেন, তাই তিনি তাঁকে খোরপোশ দেবেন না। এদিন মামলাটি খারিজ করে বিচারপতি জিএস আলুওয়ালিয়া জানান, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৪৪(৫) ধারা এবং ফৌজদারি দণ্ডবিধির ১২৫ (৪) ধারা অনুযায়ী, কেউ পরকীয়ায় লিপ্ত থাকলে ভরণপোষণের খরচ দিতে আপত্তি জানানো যেতে পারে। কিন্তু এক্ষেত্রে মহিলার সম্পর্ককে ‘পরকীয়া’ বলা যাবে না। কারণ শারীরিক সম্পর্ক ছাড়া শুধু যদি কোনও মহিলা ভালোবাসার সম্পর্কে থাকেন তাহলে তা পরকীয়া নয়।

বিচারপতির আরও সংযোজন, স্বামীর স্বল্প আয় কখনওই ভরণপোষণ অস্বীকারের কারণ হতে পারে না। যদি আবেদনকারী এমন একটি মেয়েকে বিয়ে করে থাকেন যিনি পুরোপুরি জানেন যে তিনি নিজের দৈনন্দিন চাহিদা পূরণ করতেও সক্ষম নন, তাহলে তার জন্য তিনি নিজেই দায়ী। কিন্তু যদি তিনি একজন সুস্থ ব্যক্তি হন তবে তাঁকে স্ত্রীর ভরণপোষণ বা ভরণপোষণের পরিমাণ জোগানোর জন্য কিছু উপার্জন করতেই হবে।