Home Third Lead ভারত-পাকিস্তান পরমাণু অস্ত্র ঘাঁটির তালিকা বিনিময়

ভারত-পাকিস্তান পরমাণু অস্ত্র ঘাঁটির তালিকা বিনিময়

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারত ও পাকিস্তান রবিবার সরকারিভাবে নিজেদের দেশের পরমাণু অস্ত্রের  ঘাঁটি ও সম্ভাবের তালিকা বিনিময় করল। নয়া দিল্লিতে পাক হাই কমিশনের হাতে ভারতের প্রতিরক্ষামন্ত্রক এ দেশের তালিকা তুলে দেয়। একই সময় ইসলামাবাদে পাক প্রতিরক্ষামন্ত্রক ভারতীয় হাইকমিশনের হাতে তুলে দেয় তালিকা।

গত তিন দশকের রীতি মেনে এই বিনিময় কার্যক্রম সম্পন্ন হয়েছে। দুই দেশ নিজেদের উপর পরমাণু অস্ত্র প্রয়োগ করা থেকে যাতে বিরত থাকে সে জন্য তিন দশক আগে দু দেশের মধ্যে চুক্তি কার্যকর হয়। চুক্তিতে বলা হয়, প্রতি বছর ১ জানুয়ারি এই তালিকা বিনিময় করা হবে। চুক্তি অনুযায়ী দু’ দেশ তৃতীয় কোনও দেশের কাছে এই অস্ত্র ভাণ্ডারের কথা ফাঁস করবে না।

অত্যন্ত গোপনীয় এই তালিকায় দু দেশের সীমিত সংখ্যক নির্বাচিত অফিসারই কেবল চোখ বোলাতে পারেন। এই মর্মে ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর চুক্তি হয়। তা কার্যকর হয় ১৯৯১ সালের ২৭ জানুয়ারি থেকে। পরের বছর থেকে চুক্তির নবীকরণ হয়ে আসছে বছরের পয়লা দিনে।

কূটনৈতিকমহলের মতে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এমন চুক্তির নজির কমই আছে। প্রতিবেশী দুই দেশ যাতে যুদ্ধে পরমাণ অস্ত্র ব্যবহারে বিরত থাকে, সেজন্যই এই চুক্তি হয়। দুই দেশে রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও চুক্তির হেরফের হয়নি।