Home শিক্ষা পরীক্ষায় অকৃতকার্য: ইবির দুই শিক্ষার্থী বহিস্কার হচ্ছে

পরীক্ষায় অকৃতকার্য: ইবির দুই শিক্ষার্থী বহিস্কার হচ্ছে

বিশ্ববিদ্যালয় রিপোর্টার
কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বহিস্কারের সুপারিশ করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ১২২তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ওই দুই শিক্ষাথী হলেন, লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মনিরুল ইসলাম জয় (রোল: ১৬০৮০৪৫) ও আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেহেদি হাসান রয়েল (রোল: ১৫০৬০৯৩ রেজি: ৪৯২)। আগামী সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন হবে। সোমবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এর আগেও বিভিন্ন সময় একই ঘটনায় বিভাগের সুপারিশ বাতিল করে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী একাধিক শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়।
রেজিস্ট্রার অফিস সূত্রে, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কেউ পর পর দুইবার পরীক্ষায় অকৃতকার্য হলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যায়।