Home সারাদেশ বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষায় বসলো ছেলে

বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষায় বসলো ছেলে

বাবা মাসুদুর রহমান ও ছেলে আশিকুর রহমান । ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, যশোর: সদর উপজেলার দৌলতদিহি গ্রামের মাসুদুর রহমান মাসুদ বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ছেলে আশিকুর রহমান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী। মনোবল অটুট রেখে সে পরীক্ষা দিয়ে ফিরে বাবার মরদেহ দাফন সম্পন্ন করে।

মাসুদুর রহমান চুড়ামনকাটি বাজারে জুতার ব্যবসা করতেন। ছেলে আশিক কাশিমপুরের মিরাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র। সে চুড়ামনকাটির ছাতিয়ানতলা কে. আই. আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা দিচ্ছে। স্থানীয়রা জানালেন, পিতাকে হারানোর অসহনীয় শোক নিয়ে পরীক্ষা দিতে যায় আশিক। পরীক্ষা শেষে সে বাড়িতে ফিরলে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। দুপুর পরীক্ষা শেষে আশিকের বাড়ি ফেরার পর মাসুদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আশিকের প্রাইভেট শিক্ষক রাব্বি হাসান জিহাদ জানান, আশিক ছাত্র হিসেবে মেধাবী। পিতার মৃত্যুতে প্রাথমিকভাবে শোকাহত হয়ে পড়েলেও সান্ত্বনা দিয়ে সঙ্গে করে কেন্দ্রে নিয়ে যান তিনি। বৃহস্পতিবার দাখিল পরীক্ষার প্রথমদিনে আল কুরআন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।