বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: পরীমণির নতুন এই প্রেমিক কে? নতুন প্রেমিকের খোঁজ নিতে গিয়ে জানা গেল, সে আর কেউ নন, পরীমণির জামিনদার তরুণ গায়ক শেখ সাদী।
হাতে থাকা ঘড়ির কারণে সেই মানুষটির পরিচয়টা সামনে এসেছে। কারণ হিসেবে, তরুণ গায়ক শেখ সাদীর ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরীমণি যার বুকে মাথা রেখেছেন, সেই মানুষটির হাতঘড়ির মিল পাওয়া গেছে। তা ছাড়া এই দুই তারকার কাছের একাধিক সূত্র জানিয়েছে, পরীমণি নতুন করে প্রেমে মজেছেন শেখ সাদীর। তারা দুজনে একসঙ্গে মনের আনন্দে ঘুরে বেড়ানও। প্রেমিক সাদীকে পেয়ে পরীমণিও বেশ ফুরফুরে মেজাজে আছেন।
এ বিষয়ে তরুণ গায়ক শেখ সাদীকে প্রশ্ন করা হলে কোনও মন্তব্য করতে চান না বলে জানান। সামাজিক মাধ্যমে পরীর পোস্ট করা ছবিতে হাতঘড়ি মিলের বিষয়ে বলেন, ‘কোম্পানী হাতঘড়ি কি একটিই বানিয়ে নাকি, একই হাতঘড়ি তো দুজন মানুষ পরতেই পারে।’ ছবিতে পরীর সঙ্গের ব্যক্তিটি আপনিই কিনা জানতে চাইলে সাদী বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই বলতে চাই না।’
শেখ সাদী। ছবি: সংগৃহীত
মাসখানেকের বেশি সময় ধরে শোনা যাচ্ছিল, শেখ সাদীর সঙ্গেই পরীমণি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। যে কারণে ভক্তরাও দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন। রহস্যময় ছবিটি পোস্ট করার পর থেকেই ফেসবুকে বিভিন্ন গ্রুপ, পেইজে নেটিজেনরা শেখ সাদী ও পরীমণির ‘ভাইরাল’ সেই ছবি নিয়ে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন।