বিজনেসটুডে২৪ প্রতিনিধি
নীলফামারী : নীলফামারী ঘুরে গেলেন হেঁটে বিশ্বভ্রমণে বের হওয়া নেপালি যুবক ‘‘ইহ’’(২৭)। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে নীলফামারী থেকে হেঁটে রওয়ানা দেন পঞ্চগড় জেলার তেতুলিয়ার উদ্দেশে।তিনি সাংবাদিকদের কাছে তুলে ধরেন বাংলাদেশ ঘুরে তার ভালো লাগা এবং খারাপ লাগার দিক গুলো।
ওই যুবকের বাড়ি নেপালের রাজধানী কাঠমান্ডুর থাপাথালি এলাকায়, হেঁটে নেপাল-ভারত-শ্রীলঙ্কার পর বাংলাদেশে প্রবেশ করেন। তিনি বাংলাবান্ধা সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করবেন।
বাংলাদেশে টাঙ্গাইল থেকে তার সঙ্গে যোগ দেন আলোকচিত্রি ও লেখক হোমায়েদ ইসহাক মুন। তিনি তেতুলিয়া পর্যন্ত সঙ্গ দিবেন তাকে। নীলফামারীতে তার সঙ্গে যোগ দিন নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. নুরুল করিমসহ কয়েকজন যুবক।
আলোকচিত্রি ও লেখক হোমায়েদ ইসহাক মুন বলেন, ‘কয়েক বছর আগে এভারেস্ট পর্বতের বেজক্যাম্পে গিয়ে ইহ’র সঙ্গে তার পরিচয় ও বন্ধুত্ব হয়। সে সুবাদে তিনি তার সফর সঙ্গি হয়েছেন।