Home চট্টগ্রাম পশুখাদ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে বিপাকে খামারিরা

পশুখাদ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে বিপাকে খামারিরা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: পশুখাদ্যের  দাম বেড়ে যাওয়ায় খামারিরা বিপাকে পড়েছেন।

খামারিদের প্রায় ৭০ শতাংশ ব্যয় হয়ে পশুখাদ্যে।

খামারিরা জানান,মজুতদাররা অস্বাভাবিকভাবে খাদ্যের দাম বাড়িয়ে দিয়েছে। চলতি বছরের এপ্রিলে জেলা প্রাণীসম্পদ দপ্তর ও জেলা প্রশাসক চট্টগ্রামের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পশু খাদ্যের দাম নিয়ন্ত্রণ করলেও  পরবর্তীতে আর সুফল মিলছে না।

খোঁজ নিয়ে জানা যায়, ২৪.৫০ টাকার গমের পাতা ভূষির কেজি ৩০.৮৫ টাকা, কেজি ৩২.২৬ টাকার সয়ামিল বেড়ে ৪৩.৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে । ১৭ টাকার রাইচ পলিশ ২৪ টাকা, ১৭.৯০ টাকার ভুট্টা  ১৯.৮০ টাকা, ২৮ টাকার মুগভূষি  ৩১ টাকা, ৩৩.৮০ টাকার মটর ভূষি  ৪০.৬০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া ১৮.৬০ টাকার মশুরভূষি ২৫.৩৩ টাকা বিক্রি হচ্ছে।

গড়ে পশুখাদ্যের দরবৃদ্ধি পেয়েছে ২৪.৪২ শতাংশ। এরমধ্যে  কোন কোন খাদ্যে ৪১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

চট্টগ্রামের খামারিরা পশু খাদ্যের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণ এবং সহনীয় মূল্যে  পাওয়া নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন।