Home কলকাতা পশ্চিমবঙ্গের মন্ত্রী সাধন পাণ্ডে মারা গেছেন

পশ্চিমবঙ্গের মন্ত্রী সাধন পাণ্ডে মারা গেছেন

সাধন পাণ্ডে

কলকাতা: পশ্চিমবঙ্গের মন্ত্রী সাধন পাণ্ডে  রবিবার সকালে মুম্বইয়ের  হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

গত জুলাই মাস থেকেই সাধন পাণ্ডের শারীরিক অবস্থার অবনতি হয়। কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। রাখতে হয়েছিল ভেণ্টিলেশনে। তারপর মুম্বইয়ে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সাধন পাণ্ডের ফুসফুসে সংক্রমণ ছিল। অনেকবছর আগে কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। গত বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। হারিয়েছিলেন বিজেপির কল্যাণ চৌবেকে। কিন্তু তারপর জুলাই নাগাদ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। মুম্বইয়ের হাসপাতালে ভর্তি ছিলেন সেপ্টেম্বর মাস থেকে। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন রবিবার সকালে। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বাংলার রাজনৈতিক মহলে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে শোকপ্রকাশ করেছেন।  লিখেছেন, আমাদের বর্ষীয়ান সহকর্মী, দলের নেতা, এবং রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে আজ সকালে মুম্বইয়ের হাসপাতালে মারা গিয়েছেন। তাঁর সঙ্গে আমার অনেকদিনের সুসম্পর্ক ছিল। এই মৃত্যুতে আমি গভীর শোকাহত। তাঁর পরিবার, পরিজনকে আমার আন্তরিক সমবেদনা জানাই।

মুম্বই থেকে মরদেহ কলকাতাতে নিয়ে আসা হবে। রাখা হবে পিস ওয়ার্ল্ডে। দমদম বিমানবন্দরে থাকবেন সুজিত বসু ও শশী পাঁজা। পরবর্তী সিদ্ধান্ত দল ঠিক করবে।